Saturday 23 January 2016

মোহানীয় নরক : মারাত্মক এক উপন্যাস / রফিকুল ইসলাম


মোহনীয় নরক’ বহুমাত্রিক লেখক ড. মোহাম্মদ আমীনের একটি উপন্যাস। আমি বলি মারাত্মক সাহসের সঙ্গে লেখা একটি অতি মারাত্মক উপন্যাস। না-পড়লে অনুভব করা যাবে না, এটি লিখতে হলে একজন বিবাহিত পুরুষের কত সাহস লাগে। আমি বইটি বাসায়ও নিয়ে যায়নি, অফিসেই রেখে দিয়েছি ভয়ে। যদি বউ পড়ে এবং তার সংসারের কাহিনি লেখককে বলে দিয়েছি অভিযোগ দিয়ে অশান্তি ঘটায়!
 সভ্যতার নিউক্লিয়াস। সংসারকে ঘিরে মানব সভ্যতার বিকাশ ও প্রকাশ। আনন্দময় পরিবেশের মোহনীয়সৌকর্ষে জৈবিক ক্রিয়া বংশবৃদ্ধি সংসার প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। তবে আনন্দটাই এখানে সবসময় মুখ্য হয়ে উঠে। একজন নারী একজন পুরুষকে ঘিরে সংসারের সূচনা এবং আবর্তন। পুরুষ বিয়ে করে নারী বিয়ে বসে। উভয়ের উদ্দেশ্য থাকে শান্তি; আনন্দ কিন্তু তা কী কেউ পায়? নারী পুরুষের সাথে এবং পুরুষ নারীর সাথে তাল মেলাতে গিয়ে দুজনই খেই হারিয়ে ফেলে। শান্তির উদ্দেশ্যে গড়া সংসারে উঠে অশান্তির ঝড়। সংসার নামক মোহনীয় প্রত্যয়টি হয়ে উঠে বহ্নিকুণ্ড। সংসার হয়ে উঠে অসহ্য, বিভৎস। সৃষ্টি আনন্দের প্রত্যাশায় ধেয়ে আসা সংষার ছেড়ে উভয়ে পালাতে চায়। কিন্তু পারে না। সংসার নামের মোহনীয় বহ্নি কঠিন আকর্ষণে টেনে রাখে। আগুনের দিকে ধেয়ে চলা পতঙ্গের মতো মৃত্যু জেনেও ধাবিত হয় সংসারের দিকে। তাই সংসার মোহনীয় নরক, বহ্নিবিবু- অগ্নিকুণ্ডের লেলীহান শিখা; নরনারী শিখায় কীভাবে পুড়ে যায় এবং তারপরও সংসার ছেড়ে পালিয়ে যেতে পারে না এবং কেন পারে না তা ২৪০ পৃষ্ঠার উপন্যাসে তুলে ধরা হয়েছেপ্রকাশ করেছে আগামী, মূল্য চারশত পঞ্চাশ টাকা। দাম বেশি হোক, তবে যদি জানতে চান, আপনার সংসারের পুরো বিবরণ, তাহলে বইটি পড়তেই হবে। অবশ্য এজন্য লেখককে দায়ীয় করলেও কিছু করার নেই। কারণ, সংসার এমনই, মোহনীয় নরক।

No comments:

Post a Comment