Saturday 22 July 2017

মায়ের ভাষা/ মনজুর কাদের

=======মায়ের ভাষা  ========

দাওয়ার পাশে কে যে কখন
মাদুর পেতেছে
খোকা-খুকু পড়ছে ঢুলে আলিফ বে তে ছে।

সামনে ভীষণ রাগী হুজুর
হাতে পূন্য বহি,
হরফ হলো আরব দেশের
পড়তে হবে সহি।

অকারণে ক্ষেপেই থাকেন
রাগ হুজুরের ভারি
মকশো খানিক বেতাল হলেই
সপাং বেতের বারি।

নিজের ভাষার আগেই ওরা
পরের ভাষা শেখে
কী যে পড়ে ক্যান্‌ যে পড়ে
বুঝতে পারে কে কে!

কিশোর হলাম যুবক হলাম
বৃদ্ধ হলো দেহ,
মায়ের ভাষা শুদ্ধ পড়ায়
মন দিলো না কেহ।
কবিতাটি শুবাচি জনাব সালমা লিয়াকতের মামা কবি মনজুর কাদের- এর লেখা।