Saturday 16 January 2016

প্রাক্তন ও সাবেক / ড. মোহাম্মদ আমীন

প্রাক্তন ও সাবেক

‘প্রাক্তন’ তৎসম শব্দ। প্রাক্তন = প্রাচ্ + তন (ভো)। শব্দটির আভিধানিক অর্থ : প্রাচীন, পুরাতন, পূর্বেকার। অন্যদিকে ‘সাবেক’ শব্দটি আরবি ভাষা "সাবিক্" থেকে এসেছে। এর অর্থ : প্রাচীন, পুরাতন, পূর্বেকার। শব্দ দুটোর মধ্যে অর্থগত কোনও পার্থক্য নেই। তবে বাংলাদেশে বাঙালিদের মধ্যে ‘সাবেক’ শব্দের অধিক ব্যবহারের দেখা যায়। অপরদিকে ‘প্রাক্তন বা প্রাক্তনী’ শব্দটি ভারতের বাঙালিদের বেশি ব্যবহার করতে দেখা যায়।

No comments:

Post a Comment