Friday 22 January 2016

আঞ্চলিক ইতিহাসে আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন ড. মোহাম্মদ আমীন / ড. রচনা ব্যানার্জী

অনেক মানুষ কম কাজ করেও বেশি পরিচিতি পায় আবার অনেকে প্রচুর কাজ করেও পরিচিতি পায় না। আমি এখানে তেমন একজন লোকের কথা লিখছি। যার সঙ্গে কথা বললে মনে হবে, আপনি একজন শিশুর সঙ্গে কথা বলছেন। অথচ আমার দেখা কয়েকজন মেধাবী ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। মানুষ কীভাবে এত সহজ ও এত সরল হয়, তাঁকে না-দেখলে বিশ্বাস করা কষ্টকর। অথচ তিনি এত মেধাবী যে, যে কোনো বিষয়ের উপর , বলা যায় কোনো সময়ক্ষেপণ ছাড়া, বিশাল গবেষণাধর্মী প্রবন্ধ লিখে দেওয়ার মতো অলৌকিক ক্ষমতা রাখেন। যদিও আমি অলৌকিকতায় বিশ্বাস করি না। তার নাম ড.
মোহাম্মদ আমীন। পরিসংখ্যানের ছাত্র কিন্তু পিএইচডি করেছেন ওয়ার ক্রাইমে। প্রথমে ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এমএস করেছেন সমাজ ও পরিবার বিজ্ঞানে, বিশেষ ডিগ্রি নিয়েছেন বাংলায়। পরিসংখ্যানের ছাত্র হলেও বাংলা বানান বিষয়ে তার মতো দক্ষ বাংলাভাষীর সংখ্যা হাতেগুণে বলে দেওয়া যায়। আমি বাংলার অধ্যাপক হলেও, তার কাছে অনেক শব্দের বানান ফোন করে জেনে নিই। জেনে নিই- কেন শব্দের বানান এমন! তিনি বলে দেন, জলের মতো পরিষ্কার করে। আর ভুলি না, ভুল হয় না। বিশেষ করে, ‘এমন কি’, ‘এমন কী’ এবং ‘এমনকি’ কথার বানান, ব্যবহার ও প্রয়োগ বলতে গেলে আমি তাঁর কাছ থেকে শিখেছি। আগেও শিখলেও এত জটিল ছিল যে, মনে রাখতে পারতাম না।
ড. মোহাম্মদ আমীন একজন অসাধারণ ইতিহাস রচয়িতা। আঞ্চলিক ইতিহাসে তিনি যেমন নিগুঢ় তেমনি বিচক্ষণ। নামকরণের মাধ্যমে কীভাবে প্রকৃত ইতিহাসকে টেনে তুলে আনা যায় আবার কীভাবে ইতিহাসের মাধ্যমে নামকরণ বৃত্তান্তকে স্পষ্ঠীকরণ করা যায়- তা, তাঁর ইতিহাসবিষয়ক বইগুলো না-পড়লে বোঝা যাবে না। বিশেষ করে তার লেখা, ‘বাংলাদেশের জেলা উপজেলা ও নদনদীর নামকরণের ইতিহাস, তিলোত্তমা হাতিয়া : ইতিহাস ও ঐতিহ্য, চকরিয়ার ইতিহাস ও অভয়নগরের ইতিহাস  প্রভৃতি বাংলা সাহিত্যের আঞ্চলিক ইতিহাসে অমর হয়ে থাকবে। তার চকরিয়ার ইতিহাস পড়ে বিশ্বের বিখ্যাত ইতিহাসবেত্তা ড. আবদুল করিম আপ্লুত হয়ে বলেছিলেন : ছেলেটিকে ডেকে নিয়ে আসেন, আমি তার কাছ থেকে ইতিহাস লেখা শিখব।’ চকরিয়ার ইতিহাস গ্রন্থের প্রকাশক আলহাজ্ব আনোয়ার হোসেনের কাছে আমি এ গল্পটি শোনার সুযোগ পেয়েছি। তিনি ‘চকরিয়ার ইতিহাস’ নিয়ে ড. আবদুল করিমের কাছে গেলে’ ড করিম এমন উচ্ছ্বসিত বক্তব্য দিয়েছিলেন। তবে তিনি এমন সব জায়গার ইতিহাস লিখেছেন, যেসব স্থানের ইতিহাস আগে কেউ লিখেননি বা লিখতে পারেননি। 
ড. মোহাম্মদ আমীন একজন প্রাবন্ধিক, ইতিহাসবেত্তা, গবেষক, জীবনীকার, ঔপন্যাসিক, রম্যরচয়িতা, গাল্পিক, বাংলা ভাষা বিশারদ। এতগুণ থাকা সত্ত্বেও  তিনি অত্যন্ত প্রচারবিমুখ। শুধু বাংলাদেশ নয়, তাঁর নিজ উপজেলা চন্দনাইশেরও অনেক লোকও জানেন না, ড. মোহাম্মদ আমীন নামের একজন আন্তর্জাতিক মানের লেখক তাদের উপজেলায় রয়েছে।  এটি আমার কাছে অবাক মনে হয় না, কারণ প্রাচীনকাল হতে জেনে আসছি, গায়ের যোগী ভিখ পায় না। তিনি গায়ের সমাদর না-পান, আন্তর্জাতিক মহল তাঁকে স্বীকৃতি দিয়েছেন। পেয়েছেন আমেরিকা, ভারত, ইউরোপ প্রভৃতি দেশ হতে স্বীকৃতি।

দেশের মানুষ না-চিনলেও চন্দনাইশ উপজেলার এ প্রচারবিমুখ ব্যক্তির প্রতিভাবে খুঁজে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল রেজিওনাল হিস্ট্রি এসোসিয়েন’।  বাংলাদেশের চট্টগ্রাম জেলার অধিবাসী ড. মোহাম্মদ আমীনকে  সুদূর ইউরোপের মেসেডোনিয়া থেকে ইন্টারন্যাশনাল রেজিওনাল হিস্ট্রি এসোসিয়েশন’প্রদত্ত সম্মানজনক “ হেরিডোটাস, ফাদার অব দ্যা হিস্ট্রিঅ্যাওয়ার্ড, ২০১৫” প্রদান করা হয়েছে। এটি অনেক বড় বিষয়। অথচ একথাটাও তিনি কাউকে বলেননি।  ইন্টারনেট এবং তাদের নিজস্ব সূত্র থেকে ইন্টারন্যাশনাল রেজিওনাল হিস্ট্রি এসোসিয়েন’ড. মোহাম্মদ আমীন ও তাঁর কৃতিত্বের খোঁজ পান বলে সংগঠনের কাছ থেকে জানা যায়। 
এটি একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার। ড আমীনের নিকট পুরস্কার কোনো বিষয় না। তিনি কোনো পুরস্কারের আশা করেন না।  প্রতিবছর সারা বিশ্বে ১০৩ জনকে এ পদক প্রদান করা হয়। আঞ্চলিক ইতিহাস রচনায় অবদানের জন্য ড. মোহাম্মদ আমীনকে এ পুরুস্কারে ভূষিত করা হয়। বর্তমানে তিনি Impact of Biodiversity on human activities' শিরোনামের একটি গবেষণা করছেন। এজন্য তিনি ব্রাজিল, পেরু, চিলি, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং সংলগ্ন আমাজন জঙ্গল নিবিড়ভাবে পরিদর্শন করেন।
 ড. মোহাম্মদ আমীন এ পর্যন্ত অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু কাউকে বলেননি। তার পুরস্কারসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজা রাম মোহন রায় পর্ষদ প্রদত্ত বঙ্গভূষণ পদক, নিউইয়র্ক থেকে পাওয়া ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ অ্যাওয়ার্ড, হেরিডোটাস, ফাদার অব দ্যা হিস্ট্রিঅ্যাওয়ার্ড, কবি নজরুল পদক, মহাত্মাগান্ধী পুরস্কারসহ  আরও অনেকগুলো আন্তর্জাতিক পদক ও সম্মাননা পেয়েছেন।
ড. মোহাম্মদ আমীন চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নুরুল ইসলাম, মায়ের নাম সকিনা বেগম এবং পিতামহ ছিলেন প্রখ্যাত পির মৌলানা গোলাম শরীফ| স্ত্রীর নাম চয়নিকা জাহান চৌধুরী। প্রথম সন্তানের নাম এসএম আবীর চৌধুরী এবং দ্বিতীয় সন্তানের নাম অনুসিন্থিয়া জাহান চৌধুরী। আমেরিকা থেকে পিএইচ ডি অর্জনকারী প্রচার-বিমুখ এ লেখকের গ্রন্থসংখ্যা ইতোমধ্যে ৭৪ অতিক্রম করেছে। তন্মধ্যে আমার জানা কয়েকটির নাম নিচে দেওয়া হলো।

১. জর্জ ওয়াশিংটন হতে বারাক ওবামা; 
২. পৃথিবীর বিভিন্ন দেশের জাতির পিতা; 
৩. ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধ ; 
৪. হাসতে হাসতে বাংলা শেখা ; 
৫. বাংলা সাহিত্য ও ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ; 
৬. বাংলা বানান ও শব্দ চয়ন, 
৭. সহজ বাংলা উচ্চারণ;
৮. বাংলা সাহিত্যের অ আ ক খ; 
৯. রাষ্ট্রভাষা আন্দোলনের কথা; 
১০. আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী; 
১১. নন্দিত কান্না নিন্দিত হাসি ; 
১২. দুই রাজকুমারী ; 
১৩. রমণীয় পাঁচালী; 
১৪. খরগোশ ও কচ্ছপ; 
১৫. বদল বাড়ির ভূত; 
১৬. মানুষই সেরা; 
১৭. ছোটদের আন্তর্জাতিক দিবস ; 
১৮. অভয়নগরের ইতিহাস ; 
১৯. তিলোত্তমা হাতিয়া: ইতিহাস ও ঐতিহ্য; 
২০. চকরিয়ার ইতিহাস;
২১. ম্যাজিস্ট্রেসি ও আদেশনামা;
২২. বন মামলা দায়ের ও পরিচালনার কৌশল;
২৩. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন;
২৪. জল দুনিয়ার মানুষ;
২৫. বাংলা বানানে ভুল : কারণ ও প্রতিকার
২৬. সময়ের পরশ পাথর;
২৭. মোহনীয় নরক;
২৮. জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস; 
২৯. বাংলা সাহিত্যে প্রশাসকদের ভূমিকা; 
৩০. রঙ্গরসে বাংলা বানান
৩১. বিড়ম্বনা
৩২. সায়েন্স ফিকশন কিউপ্রিট
৩৩. অফিস আদালতে বাংলা লেখার নিয়ম
৩৪. নিমক হারাম
৩৫. বাংলা বানান কোথায় কী লিখবেন
৩৬. মানুষ ও বিড়াল
৩৭. বাংলা শব্দের পৌরাণিক উৎস
৩৮. বাংলা সাহিত্যে পুলিশের ভূমিকা
৩৯. ভূতঅঙ্কের জিরো থিয়োরি
৪০. দাপ্তরিক প্রমিত বাংলা বানা্ন নির্দেশিকা
৪১. ক্যাপ্টেন হিরাম কক্স
৪২. মানুষ ও বিড়াল
৪৩. এ সমাজ
৪৪. Marriage, Love and woman.
৪৫. Role of Extra Judiciary organs to ensure effective Judiciary system.
৪৬. স্বপ্ন জড়ানো পাহাড়
৪৭. বাংলা সাহিত্যে প্রশাসক ইত্যাদি
৪৮. নন্দলালের তীর্থযাত্রা
৪৯. সাহিত্যে নোবেল পুরস্কার ১৯০-২০১২
৫০. বেত ভূতের ইন্তেকাল
৫১. বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ
৫১. আন্তর্জাতিক দিবস (সচিত্র ও রঙিন)
৫২. রাজকীয় জীবন ও শারমেয় মরণ
৫৩. উল্টোদেশে নন্দ ঘোষ
৫৪. জামিন তত্ব ও রায়
৫৫. শুদ্ধ বানান চর্চা
৫৬. গদাই বাবুর তীর্থযাত্রা
৫৭. প্রশাসনের ভাইরাস
৫৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫৯. বঙ্গবন্ধুর বাণী
৬০. মামাল ও আইনি হয়রানি হতে নিষ্কৃতির উপায়
৬১. অলৌকিক মহিমা
৬২. মূল্যবোধ

No comments:

Post a Comment