Saturday 23 January 2016

রাজকীয় জীবন শারমেয় মরণ / যতীন চাকমা

আমি একজন পাঠক। লেখা দূরে থাক, মন দিয়ে পড়তেও কষ্ট হয়। তবু কিছুদিন আগে একটি বই পড়ে কেন জানি লেখার আগ্রহ প্রবল হয়ে ওঠে। বইটির নাম
‘রাজকীয়
 জীবন শারমেয় মরণ’। বইটি পড়ে না-লিখে থাকতে পারলাম না। অসম্ভব মজার একটা বই। জীবনের সঙ্গে এত ঘনিষ্ট কিন্তু সহজ ও রসালো বই খুব কমই পড়েছি আমি। বইটাতে কী আছে? কী লিখেছেন লেখক? মনে হবে, এটি একটি উপন্যাস, আবার মনে হতে পারে একটি রম্য রচনা এবং অসম্ভব আগ্রহে পড়তে পারা একটি গবেষণাও বটে।
বিয়ে করলে কষ্টঅনেক অনেক কষ্টনা করলেও। তবে অনেকে বলেনবিয়ে করার চেয়ে না করা নাকি উত্তম।কারণ?অবিবাহিত লোক রাজার মত বাঁচে কিন্তু মরে কুকুরের মতো। পাশে কেউ থাকে না। চেকভ বলেছেনকারও যদি একা থাকতে কষ্ট হয় তো তার বিয়ে করা উচিত নয়। বিয়ে করলে একা থাকতে হয় নতুবা সংসার ছাড়তে হয়ে। সংসার ছাড়া মানে বিয়ে না করা। বউ পুরো সময়টা চায়। স্বামীর অন্য কোনো বন্ধু সহ্য করতে পারে না।বই আর বউ তো পরস্পর মারাত্মক সতীন। তাহলে কোনটি উত্তম?বিয়ে করা নাকি অবিবাহিত থাকারাজার মতো বাঁচা নাকি কুকুরের মত মড়া!! প্রকৃতপক্ষে কোনোটি স্বতসিদ্ধ নয়আপেক্ষিক। বিয়ের মধ্যে মজা আছেনা করার মধ্যেও আছে। অবিবাহিত থাকা যেমন আনন্দের তেমনি আবার কষ্টের। তাহলেকোনটা বেঁচে নেবেনবস্তুত এটাই আমার অতি আগ্রহে পড়া, পড়তে পারা ড. মোহাম্মদ আমীনের লেখা ‘রাজকীয় জীবন, শারমেয় মরণ’  উপন্যাসটির আলেখ্য।বেশ মজার বই এটি। পড়তে শুরু করলে শেষ না করে ওঠতে ইচ্ছে করবে না। বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। মূল্য একশত পঞ্চাশ টাকা। কমিশন তো আছেইদেখুন না একবার পড়ে, কেমন লাগে!

No comments:

Post a Comment