Saturday 23 January 2016

রাজা রামমোহন রায় পুরষ্কার, ২০১৫/ প্রফেসর মনোরঞ্জন দাশ



রাজা রামমোহন রায় অ্যাওয়ার্ড, ২০১৫ পেয়েছেন বাংলাদেশের নাগরিক, বাংলা বানান-বিশারদ ও শুদ্ধ বানান চর্চা গ্রুপের মাধ্যমে বাংলা প্রমিত বানানে নবধারার সূচনাকারী ড. মোহাম্মদ আমীন। বাংলা প্রমিত বানান, প্রমিত বাংলা ও বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১২ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর একজনকে বাঙালিকে রাজা রামমোহন রায় এ পুরষ্কার দিয়ে আসছেন। এবছর এ সম্মানজনক পুরষ্কারটি পেয়েছেন ড. মোহাম্মদ আমীন। উল্লেখ্য, তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় জন্মগ্রহণ করেন। চন্দনাইশ থানা একটি ঐতিহ্যবাহী এলাকা। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেলী সেনগুপ্ত প্রমুখের স্মৃতিধন্য চন্দনাইশ।


বাংলাদেশের বানান-বিশারদ ড. মোহাম্মদ আমীন। পুরষ্কারে একটি পদবিও উল্লেখ থাকে। ড. মোহাম্মদ আমীনকে দেওয়া হয়েছে বঙ্গভূষণ।রাজা রামমোহন রায় প্রথম ভারতীয় যিনি ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠতা এবং বাঙালি দার্শনিক।তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় শিক্ষা, বাংলা ভাষা ও সর্বজনীন শিক্ষার প্রসারের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছিলেন।বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতিতে রয়েছে তাঁর অসামান্য অবদান। তার অবদানকে সম্মানিত করার জন্য প্রতিবছর রাজা রামমোহন রায় স্মৃতি পর্ষদ এমন একজন বাঙালিকে এ পদক দেন, যিনি বাংলা বানান ও বাংলা সাহিত্যের প্রমিত মান অক্ষুণ্ন রাখার জন্য নিরলস পরিশ্রম করেন। এবার এমনটি পাওয়া গিয়েছে ড. মোহাম্মদ আমীনের কাছে। তাই পর্ষদ তাকে এ পুরষ্কারে ভূষিত করে। ড. মোহাম্মদ আমীনকে বঙ্গভূষণ পুরষ্কার তুলে দিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির সচিব বিশিষ্ট কবি, গীতিকার ও সুরকার ভূইয় সফিকুল ইসলাম।

No comments:

Post a Comment